রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

রাজধানী কোন ঢাকা…


রাজধানী কোন ঢাকা
আবুল বাশার শেখ

 একটি ঢাকা ভেঙ্গে এখন 
 হয়েছে দুইটি ঢাকা,
 প্রতিনিয়ত নতুন রূপে
 ঘুরছে ঢাকার চাকা।

 ঢাকার ইতিহাস
 হাজার বছর পেরিয়ে গেলেও
 তিন মিনিটে ঠাঁস।

 প্রশ্ন এখন বাংলাদেশের
 রাজধানী কোন ঢাকা?
 সঠিক উত্তর পাইনি খোঁজে
 রেখেছি ঘরটা ফাঁকা।

 দেশ দরদী বুদ্ধিজীবি যারা
 উত্তরটা বলবেন কি
 আমার আছে অনেক তাড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন