রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

প্রেম শুধু প্রেম / আবুল বাশার শেখ


 গভীর রাতের নিস্তদ্ধতায় অমৃত সুর
 মন মাঝে আঘাতে আঘাতে জর্জরিত করে
 ভাবনার স্রোতে হাবু ডুব খেতে থাকি
 খুব বেশি মনে পড়ছে রমনী নগ্ন উর্ব শরীর
 আনমনে কানে কানে সুধায় আমাকে
 ওগো ভালবাসা নিয়ে কাছে এসো
 ভাসিয়ে নিজের অস্তিত্ব মায়াবী স্রোতে
 ডুবে যেতে থাকি রমনীর নরম শরীরে
 আমি বড় বেশি অবুঝ হলাম
 
তার ভালবাসার স্রোতের কাছে,
 
ভাবতে ভালই লাগে আমার ভিতর
 
প্রেম শুধু প্রেম আছে।
তারিখঃ- --০৯

২টি মন্তব্য: