মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

আমার সংগ্রহের কিছু গান / আবুল বাশার শেখ

ইসলামী সংগীতঃ-

পৃথিবী আমার আসল ঠিকানা নয় ॥
মরণ একদিন মুছে দেবে
সকল রঙ্গিন পরিচয় ॥ ঐ

মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া, স্নেহ, প্রীতি, ক্রন্দন ॥
মিছে এই জীবনে রংধনু  সাত রং ॥
মিছে এই  দুদিনের অভিনয় ॥ ঐ

মিছে এই ক্ষমতার দ্বন্ধ
মিছে গান কবিতার ছন্দ ॥
মিছে এই অভিনয়, নাটকের মঞ্চে ॥
মিছে এই জয় আর পরাজয় ॥ ঐ



ইসলামী সংগীতঃ-

আঁখির আড়াল হলে মনের আড়াল হয়
এক কথাটা সত্য কি জানি না ॥
আমি কেন যে আখির আড়াল হলে
একটুও ভুলিতে পারি না পারি না ॥

সেই যে আমার প্রিয় কত আগেই
চলে গেছে কত  দুরে ॥
আজও তারি ব্যথায় হৃদয় আমার
জ্বলে পুড়ে পুড়ে॥
তায়েফের স্মৃতি তার দেয় যাতনা
আছুর নদীতে শুধু তারি সখিনা ॥ ঐ

কোন দিন দেখিনী শোনেছি শুধু
সে ছিল মানুষের বড় আপন,
বিরহী এই মনে না পাওয়ার ব্যথাতে
তাকে স্মরি তাই সারাক্ষণ॥

এখন তারি আনন্দ বেদনা
আমার জীবন নদীতে,
জুয়ার ভাটা আনে রেখে যাওয়া তার
আজান স্মৃতিতে ॥

জীবনের সব ঘাটে ঘাটে
সে চাঁদের আলোর কনিকা ॥ ঐ





খ্রিষ্টান হইলে কফিনে
শিল্পী ঃ মনির খান

খ্রিষ্টান হইলে কফিনে
মুসলিম হইলে কাফনে
হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই
ও মানব, গৌরব করার নাইরে কিছু নাই (।।)
দুইদিনের এই দুনিয়াতে ................. নাই (।)

যতই সাজাও বাড়ী গাড়ী
ইয়ারকন্ডিশন
সাড়ে তিন হাত মাটির বিছনা
হইব রে আসন, ও তোর.............
সকাল যদি হইতে পারে....................  (।।)
সন্ধ্যাও আসবে ভাই
ও মানব .............................. নাই (।।)

সময়তো আর নাইরে বেশি
দমের খেলা শেষ
যেতে হবে সেই ঠিকানায়
যেথায় আপন দেশ, ও তোর...........
মানব তোমার থাকতে সময়..............  (।।)
হিসেব কর তাই
ও মানব ................................... নাই (।।)

খ্রিষ্টান হইলে কফিনে
মুসলিম হইলে কাফনে
হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই
ও মানব, গৌরব করার নাইরে কিছু নাই
দুইদিনের এই দুনিয়াতে ................. নাই (।)

আধুনিক গান
মনির খান

মন বুঝে না কিছুতেই প্রিয়া আমার,
কাঁদিয়ে ভাসায় প্রিয়া চোখের নদীর দুটি ধার॥
ও কাঁদিয়ে........................
মন বুঝে না


ভুলা তো যাবে না প্রিয়ারে কখনো,
জীবনের এপাড়ে মরণের ওপাড়ে ভালবেসে যাবো তখনো॥
আমি এর বেশি চাই না যে আর ॥ঐ


তাকে তো রেখেছি বুকেরি বাসরে,
সেতো বুঝে না সে তো খুঁজেনা বুঝি গো সে গড়া পাথরে॥
তবু অন্তরে বসতি যে তার॥ঐ

আমার সারা দেহ
এন্ড্রুকিশোর

আমার সারা দেহ খেও গো মাটি
ও.....এই চোখ দুটো মাটি খেও না,
আমি মরে গেলেও তারে দেখার স্বাধ
মিটবে না গো মিটবে না॥
তারে এক জনমে ভালবেসে ভরবে না মন ভরবে না।
আমার সারা......................
ওরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে ॥
যেন না পারে সে যেতে আমায় কোন দিনও ছেড়ে।
আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না ॥


ও রে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে॥
বিধি একি সঙ্গে রেখ মোদের একি মাটির ঘরে।
আমি ঐ না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না।

আধুনিক গান

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে॥
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে...........

ও আমি চলতে পথে দু দিন থামিলাম,
ভালবাসার মালাখনি গলে পড়িলাম
আমি গলে পড়িলাম॥
আমার সাধের মালা যায় রে ছিড়ে॥ ঐ

ও আমি কত জনরে কত কি দিলাম
যাই বার কালে এক জনারে ও দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম ॥
আমার সঙের সাথি কেউ হইলোনা ॥ ঐ

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে॥
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে...........

শান্তি নাই
-শেখর

পাঁচ তালাতে শান্তি নাইরে, শান্তি আছে গাছ তলায়॥
এই জীবনে সুখ হইলো না, মরিলাম প্রেমের জ্বালায়॥ ঐ

এই জগতে ভালবাসা নাই,
স্বার্থের পিছে সকল মানুষ ছুইটা বেড়ায় ভাই॥
আমার...............................
একটু ভাইবা দেখেন, আপন কেউ নাই দুনিয়ায়॥ ঐ

আমার দুঃখ শোনবার মানুষ নাই,
দুঃখে পইড়া যেই ডাল ধরি, সেই ডাল ভাইংগা পইড়া যাই॥
আমার...................................
মনের দুঃখ মনে লইয়া, কান্দি বইসা নদীর কিনারায়॥ ঐ

কান্তে কান্তে চোখে নাই পানি,
দুঃখের কপাল লইয়া কবে, মইরা যাই জানি॥
আমার....................
না বুইঝা কেউ প্রেম কইরেন না ধরি সবার হাতে পায়॥ ঐ

অপমান
-শেখর

যারে শোনাবো আমি ভালবাসার গান
সেতো চইলা গেছে আমায় কইরা অপমান॥ ঐ

যার কারণে এই জীবনে করলাম আপন মানুষ পর
সেতো এখন করে ভাইরে অন্য ছেলের ঘর॥
তার লাগিয়া কান্দে আজও আমার এ পরান॥ ঐ

আদর কইরা যারে আমি বুকে দিলাম ঠাই,
সেতো এখন পর হইয়াছে নাইরে আমার নাই॥
দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে মইলান॥ ঐ

ফুল বিছনায় ঘুম আসেনা আমি করি কি এখন
বন্ধুর শোগে কান্তে কান্তে একদিন হইবে মরণ॥
সাথী হারা হইয়া কান্দে রবিউল হাসান॥ ঐ





1 টি মন্তব্য: