”ব্যথা“
এ হৃদয়ের জমানো ব্যথা
কাউকে দেখানো যায় না,
শান্তি খোঁজি হন্যে হয়ে
কোথাও তারে পাই না।
দুঃখ করে লাভ কি বলো
দুঃখ তোমার আপন কেউ,
চলার পথে হঠাৎ হঠাৎ
তুলতে পারে ব্যথার ঢেউ।
চোখের ভেতর চোখ রেখে
কথা বলার মানুষ কই!
ভেবে দেখি এ জগতে
আমিই তো আমার নই।
তাং- ২২ / ০৪ / ২০১২ ইং ।
কাউকে দেখানো যায় না,
শান্তি খোঁজি হন্যে হয়ে
কোথাও তারে পাই না।
দুঃখ করে লাভ কি বলো
দুঃখ তোমার আপন কেউ,
চলার পথে হঠাৎ হঠাৎ
তুলতে পারে ব্যথার ঢেউ।
চোখের ভেতর চোখ রেখে
কথা বলার মানুষ কই!
ভেবে দেখি এ জগতে
আমিই তো আমার নই।
তাং- ২২ / ০৪ / ২০১২ ইং ।
”এ কোন্ দেশ“
স্বাধীন না কি আমরা সবাই স্বাধীন
ভেবে দেখেন একটি বার
কেমন করে যাচ্ছে দিন।
ঘর থেকে বের হতে গেলেই ভাবনা হাজার
কেমন করে অফিস যাবো করবো নিত্য বাজার!
মাথার উপর অস্ত্র ঠেকায় দিন দুপুরে
ভাল মন্দ যায়না চেনা দেখে উপরে।
তার উপরে হতে হয় যদি অপহরণ
জানা যাবে না কোথা যে কার হবে মরণ।
চলার পথে সকল সময় ভয় থাকে যে মনে
স্বাধীনতা কোথায় পাব জিজ্ঞাসী জনে জনে।
পাইনা খোঁজে সঠিক উত্তর মনগড়া সব মত
স্বাধীনতা পাব কোথায় জানতে চাই অভিমত।
তাং- ২২ / ০৪ / ২০১২ ইং ।
স্বাধীন না কি আমরা সবাই স্বাধীন
ভেবে দেখেন একটি বার
কেমন করে যাচ্ছে দিন।
ঘর থেকে বের হতে গেলেই ভাবনা হাজার
কেমন করে অফিস যাবো করবো নিত্য বাজার!
মাথার উপর অস্ত্র ঠেকায় দিন দুপুরে
ভাল মন্দ যায়না চেনা দেখে উপরে।
তার উপরে হতে হয় যদি অপহরণ
জানা যাবে না কোথা যে কার হবে মরণ।
চলার পথে সকল সময় ভয় থাকে যে মনে
স্বাধীনতা কোথায় পাব জিজ্ঞাসী জনে জনে।
পাইনা খোঁজে সঠিক উত্তর মনগড়া সব মত
স্বাধীনতা পাব কোথায় জানতে চাই অভিমত।
তাং- ২২ / ০৪ / ২০১২ ইং ।
“কোনটা ভাল“
চলার পথে কোনটা ভাল
কিংবা মন্দ কোনটা,
ভেবে ভেবে হারাই খেই
পাগল হয় এ মনটা।
আসল কথা কেউ বলেনা
মন ভুলানো কথা কয়,
দেশ দরদী মুখেই শুধু
আসলে ওরা দেশের নয়।
ওদের মুখোশ খোলবে এবার
খোলবে তাদের অন্ধদ্বার,
দেশের ভাল চাওয়ার তরে
এদের থেকে হুশিয়ার।
তাং- ২৩ / ০৪ / ২০১২ ইং ।
কিংবা মন্দ কোনটা,
ভেবে ভেবে হারাই খেই
পাগল হয় এ মনটা।
আসল কথা কেউ বলেনা
মন ভুলানো কথা কয়,
দেশ দরদী মুখেই শুধু
আসলে ওরা দেশের নয়।
ওদের মুখোশ খোলবে এবার
খোলবে তাদের অন্ধদ্বার,
দেশের ভাল চাওয়ার তরে
এদের থেকে হুশিয়ার।
তাং- ২৩ / ০৪ / ২০১২ ইং ।
আবুল বাশার শেখ
জামিরদিয়া, মাষ্টার বাড়ী,
ভালুকা
basharpoet@yahoo.com
জামিরদিয়া, মাষ্টার বাড়ী,
ভালুকা
basharpoet@yahoo.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন