অভিমান / আবুল বাশার শেখ
চাঁদ করেছে অভিমান
গেছে মেঘের আড়ে,
খুকুমনি কান্না থামাও
আসবে তবেই দ্বারে।
চাঁদের বুড়ির সূতা কাটা
বন্ধ হলো ক্ষনিক,
খুকুমনির মুখের হাসি
চালু করার টনিক।
আকাশ জুড়া তারার মেলা
হারিয়ে গেছে দূরে,
খুকুমনির হাসি দেখে
আসলো সবে ঘুরে।
 |
| সাওদা মনি স্বপ্ন আমার |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন