সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

সব আছে / আবুল বাশার শেখ

 
শিশির ভেজা ভোরে
পড়ছে মনে তোরে।
তুই কেমন আছিস ?
তা কি বলতে পারিস।
গত অনেক কাল
মন যে বেসামাল।
দেখতে তোকে হায়
আবার কাছে চায়।
আয়নারে স্পর্শ করে
দেখবো যে হায় তোকে,
ভালবাসা স্নেহের পরশ
সব আছে এই বুকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন