যে আগুনে পুড়ছি আমি
দেখেনা কেউ চোখে,
বলতে আমিও পারিনা
আমার পুড়া মুখে।
জীবন যুদ্ধে জয় পরাজয়
করছে লুকোচুরি,
অলসতায় নষ্ট জীবন
হাতে বাজেনা তুড়ি।
বুকের ভেতর রক্ত ক্ষরণ
চলছে অবিরত,
হৃদয় কোণে ভাসতে থাকে
পুরুনো স্মৃতি যত।
দু’চোখ জুড়ে ঘুমের পাহাড়
ঘুমানো তবুও যায় না,
জীবনে চলার কৃত কর্মে
মনটা শান্তি পায়না।
জীবনটাকে ভাবছি এখন
পাইনা ভেবে কূল,
ফুটার আগেই ঝরে গেল
আমার জীবন মুকুল।
দেখেনা কেউ চোখে,
বলতে আমিও পারিনা
আমার পুড়া মুখে।
জীবন যুদ্ধে জয় পরাজয়
করছে লুকোচুরি,
অলসতায় নষ্ট জীবন
হাতে বাজেনা তুড়ি।
বুকের ভেতর রক্ত ক্ষরণ
চলছে অবিরত,
হৃদয় কোণে ভাসতে থাকে
পুরুনো স্মৃতি যত।
দু’চোখ জুড়ে ঘুমের পাহাড়
ঘুমানো তবুও যায় না,
জীবনে চলার কৃত কর্মে
মনটা শান্তি পায়না।
জীবনটাকে ভাবছি এখন
পাইনা ভেবে কূল,
ফুটার আগেই ঝরে গেল
আমার জীবন মুকুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন