শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

স্বাধীনতার মর্মকথা / আবুল বাশার শেখ

দেশের স্বাধীনতার তরে
প্রাণ দিয়েছে যারা,
ইতিহাসের পাতায় শুধু
অমর হয়েছে তারা।
স্বাধীনতার মর্মকথা
ভাবে বল ক’জন,
ডিসেম্বর আর মার্চে খোঁজে
মুক্তিযোদ্ধার স্বজন।
শহীদ যারা অমর তারা
যারা আছেন গাজী,
দেশকে স্বাধীনতার তরে
জীবন রেখেছে বাজী।
এখন তারা কেমন আছে
তা কি তোমরা জান?
তাদের অমর জীবন কথা
সঠিক ইতিহাসে আন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন