শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

অনুভূতি / আবুল বাশার শেখ

হৃদয়ের অনুভূতি দেখানো যায় না
কাছে থেকে বুঝে নিতে হয়
এ জীবন ‍যুদ্ধে কেউ হারে কেউ জিতে
জীবন চলার পথে থাকে জয় পরাজয়।


কেউ চায় ভালবাসা কেউ চায় দেহ
নিয়তীর একি খেলা বুঝিনা তো হায়,
মনেতে আঘাত করে অনেকে আবার
এ ধরাতে সুখ খোঁজে পেতে চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন