শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

সারা বিশ্বে / আবুল বাশার শেখ

 হিসাব কষা হয়না কভু
 
দেশটা কোথায় যাচ্ছে,
 
ক্ষমতা জুরে লুটেরা সব
 
এদিক ওদিক খাচ্ছে।

 
সবখানেতে চাঁদা বাজি
 
টেন্ডারবাজিও কমনা,
 
দেশজনতার শান্তি হবে
 
এটাও কেউ চাননা।

 
দেশের ভাগ্য হাতে নিয়ে
 
করলে এমন তর,
 
সারা বিশ্বে বাংলাদেশটা
 
কেমনে হবে বড়!

1 টি মন্তব্য: