শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

পানির সমতুল্য / আবুল বাশার শেখ


 কলরেইটটা বেড়ে যাওয়ায়
 প্রেমের বাজার মন্দা,
 আগের মত হয়না কথা
 সকাল থেকে সন্ধ্যা
 রাত্রি জেগেও গল্প করে
 লাগেনা এখন ভালো,
 অন্ধ মন প্রেমের ছোঁয়ায়
 হয়না এখন আলো
 কমাতে হবে সিমের দাম
 কলরেইটের মূল্য,
 প্রেমটা তবে বাংলাদেশে
 হবে পানির সমতুল্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন