বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

কানে কানে / আবুল বাশার শেখ

তৃষ্ণায় শুকিয়ে গেছে গলা
ভালবাসি তোমাকে হয়নি বলা।
এত কাছে তবু কেন হারাবার ভয়
তুমি যে আমার শুধু আর কারো নয়।
জাগরণেও তুমি আছ কল্পনাতেও
আমার যে সত্ত্বা ভালবাসে সেও।
মনের বাগানে তুমি যে ফুলের কলি
কাছে আস কানে কানে ভালবাসি বলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন