বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

মনের বাড়ী / আবুল বাশার শেখ

আমার মনের বাড়ী কোথায়
বলতে আমি পারিনা,
হৃদয় ঠিকানা কোথায় তা
কখনো অনুভব করিনা।
স্বপ্ন নিয়ে খেলা করি
বাস্তবতা মানিনা,
এখনো কাউকে মনের ঘরে
আপন করে জানিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন