শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

দ্বিখণ্ডিত ঢাকা! / লুৎফর রহমান রিটন

ঢাকা আমার ঢাকা
স্বপ্ন এবং ভালোবাসার রঙ তুলিতে আঁকা।
ঢাকা আমার ঢাকা
ঐতিহ্যের চারশ' বছর স্মৃতির সুবাস মাখা।
ঢাকা আমার ঢাকা
হঠাৎ করেই থমকে যাবে ইতিহাসের চাকা?
ঢাকা আমার ঢাকা
ক্যান যাবে না এই ঢাকাকে 'এক শহরে' রাখা?
ঢাকা আমার ঢাকা
এক শহরে দুইটা মেয়র!! বোকার স্বর্গে থাকা!?
ঢাকা আমার ঢাকা
দ্বিখণ্ডিত করছে তোমায় গোবর্ধনের কাকা!

ও রে গোবর্ধন
চোখ খুলে দ্যাখ কান পেতে শোন_ ক্ষুব্ধ জনগণ।
ক্ষুব্ধ জনগণের ভাষা বুঝছে না তোর কাকা!
জবরদস্তি দ্বিখণ্ডিত করছে শহর ঢাকা!!
(এই দুনিয়ার কোথাও পাবি এমনতরো নমুনা?
ভবিষ্যতে ভাগ হবে কি পদ্মা-মেঘনা-যমুনা?)

পনেরো কোটি বুকের ভেতর খুব মমতায় রাখা
ঢাকা আমার ঢাকা...


লিটন ভাইকে ধন্যবাদ এমন একটি ছড়া উপহার দেয়ার জন্য।
দাঁত ভাঙ্গা জবাব হয়েছে সরকারের জন্য।
``ঢাকা কি চিনতো যদি তারা
তবে কি আর ভেঙ্গে ঢাকা
করতো ফারা ফারা।''
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন