বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

ফেইস বুক // আবুল বাশার শেখ


 
 তুমি যদি ভালবাস
 লিখতে পার তবে,
 ফেইস বুকে বার্তা
 আদান প্রদান হবে

 দেখা হবে ছবি যত
 লেখা হবে কথা,
 প্রশ্ন যদি কর তুমি
 উত্তর পাবে যথা

 ভিডিও চ্যাটে দেখা হবে
 কথা হবে প্রাণ খোলে,
 প্রিয় আমার বন্ধু তুমি
 তাই হৃদয়ে রেখ তুলে

 ফেইস বুকটা প্রিয় সবার
 সবাই বাসে ভালো,
 ফেইস বুকটা জানার জন্য
 হৃদয়ে জ্বেলেছে আলো
 



তাং- ১০-০১-২০১২ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন