একলা একা ভাবি
মনের কি যে দাবি।
দূর আকাশে তারা
পেতে পাগলপারা!
ভালবাসার আকাশ
হৃদয় মনোচোর,
ভালবাসার স্বপ্নগুলো
রয়েছে অনেক দূর।
ভাবতে গেলেই
হারিয়ে ফেলি খেই,
চেয়ে দেখি এখন
আমার মাঝে নেই।
তাং- ০৯-০১-২০১২ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন