আমি যদি পাখি হতাম
উড়ে যেতাম দূরে,
ক্লান্তি বিহীন চলা হতো
সময় যেত ঘুরে।
আমি যদি পাখি হতাম
গান গাইতাম সুরে,
আমার গানে ঘুম ভাঙ্গতো
সব শিশুদের ভোরে।
আমি যদি পাখি হতাম
কিচির মিচির ডেকে,
পরিবেশকে মাতিয়ে দিতাম
সকাল সন্ধ্যা থেকে।
তাং ০৩/০৪/২০১২ ইং।
উড়ে যেতাম দূরে,
ক্লান্তি বিহীন চলা হতো
সময় যেত ঘুরে।
আমি যদি পাখি হতাম
গান গাইতাম সুরে,
আমার গানে ঘুম ভাঙ্গতো
সব শিশুদের ভোরে।
আমি যদি পাখি হতাম
কিচির মিচির ডেকে,
পরিবেশকে মাতিয়ে দিতাম
সকাল সন্ধ্যা থেকে।
তাং ০৩/০৪/২০১২ ইং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন