বন্ধন: আবুল বাশার শেখ
খুব কাছে থেকে
ফুর ফুরে মনে,
হৃদয়িক ভালবেসে
নিলে কাছে টেনে।
চোখে চোখ রাখা
হাতে হাত ধরে,
অধর কাঁপুনি
দু’মনের ঘরে।
কত ভাষা কত আশা
জীবন রঙিন,
দু’টি ঠোঁট এক হয়ে
হয়েছে বিলিন।
প্রথম চুম্বন অনুভূতি
যায় না তো ভুলা,
সারাক্ষন দু’টি মনে
দেয় শুধু দোলা।
ভালবাসার বন্ধন
অটুট সদায়,
যত দূরেই যাক না
কাছে থাকে হায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন