সোমবার, ২১ জুলাই, ২০১৪

নতুন ধারা // আবুল বাশার শেখ

কিশোর বেলায় মিশ্র স্মৃতি
মনে পড়ে বার বার,
ইচ্ছে করে ফিরে যেতে
হয় না ফেরা আর।
ইচ্ছে মতো ঘুরাঘুরি
মুক্ত মনে খেলা,
গল্প গানের আড্ডায়
শেষ হতো মোর বেলা।
রাত্র যখন গভীর হয়
মনে পড়ে স্মৃতি,
কিশোর বেলাই ভাল
মুক্ত প্রেম প্রীতি।
যাবেনা তো ফেরা আর
স্মৃতিমাখা পথ ছাড়া,
জীবন পথের অগ্র যুদ্ধ
আনবে নতুন ধারা।
তারিখ : ২১-০৭-২০১৪
আবুল বাশার শেখ
কবি, সাংবাদিক
ভালুকা প্রতিনিধি
দৈনিক আমার সংবাদ
ভালুকা, ময়মনসিংহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন